নেত্রকোনার কলমাকান্দায় নৌকা ডুবে ২ নারীর মৃত্যু
নিউজ ডেস্কঃ শ্রাদ্ধানুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নেত্রকোনার কলমাকান্দার হাওরে নৌকা ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার বরখাপন ইউনিয়নের বড়ইউন্দ গ্রামের গোড়াডোবা হাওরে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন- মোহনগঞ্জ উপজেলার কুলপতাক গ্রামের সুনীল সরকারের স্ত্রী উজ্জ্বলা সরকার (৫৮) ও সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশারা গ্রামের রানা সরকারের স্ত্রী জলি সরকার (৫০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার কলমাকান্দা উপজেলার বড়ইউন্দ গ্রামের মোরল বাড়ির গেীর শংকর তালুকদারের শ্রদ্ধানুষ্ঠান ছিল। বিভিন্নস্থান থেকে স্বজনেরা ওই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে রোববার সকালে ৩০-৩৫ জন স্বজন বড়ইউন্দ গ্রাম থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে মধ্যনগরের দিকে রওয়ানা দেন। পথে কলমাকান্দার গোড়াডোবা হাওরে নৌকাটির তলায় ছিদ্র দিয়ে পানি উঠে তলিয়ে যেতে থাকে। এ সময় ওই পথ দিয়ে যাওয়া অন্য একটি নৌকা এগিয়ে গিয়ে তলিয়ে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালায়। এর মধ্যেই কয়েকজন ওই নৌকাটিতে উঠেন। কেউ কেউ সাঁতরে তীরে উঠেন। কিন্তু উজ্জ্বলা ও জলি নৌকার ভেতর থেকে বের হতে পারেননি।কিছু সময় পর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন পাল বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই নারী মারা গেছেন।পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন জানান, নৌকা ডুবিতে মারা যাওয়া দুই নারীর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি কার্যক্রম শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: