আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে : ছাদেক আহামাদ হারিছ
২০০৬ সালে ২৮ অক্টোবর আওয়ামী লীগ সন্ত্রাসীরা লাঠি বৈঠা দিয়ে হত্যাযজ্ঞ চালিয়ে লাশের উপর নিত্য করেছে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ মানবতা এবং গণতন্ত্র হত্যা করেছে।
পূর্বধলায় আয়োজিত জামায়েত ইসলামীর এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা আমীর ছাদেক আহামাদ হারিছ।
এসময় তিনি আরো বলেন, "আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে মহান মুক্তিযুদ্ধকে ব্যবহার করে তাদের অপ শাসন কায়েম করেছিল।"
২৮ শে অক্টোবর হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, ৫ মে হেফাজতের হত্যাকাণ্ডের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। এছাড়াও তিনি ব্যাংক লুন্ঠন ও ভোট চুরির বিচার দাবি করেন।
আজ পূর্বধলা উপজেলার হেলিপ্যাড মাঠে বাংলাদেশ জামাতের ইসলামীর উপজেলা আমীরের সভাপতিত্বে এই জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় নেত্রকোনা জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: