পূূর্বধলায় মুজাহিদ কমিটির উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত
নেত্রকোণার পূর্বধলায় উপজেলা মুজাহিদ কমিটির উদ্যেগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ অক্টোবর বুধবার উপজেলার পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কিমিটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। সভাপতিত্ব করেন ময়মনসিংহ বড় মসজিদের খতীব পীরে কামেল, মাওলানা: আব্দুল হক।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্বধলা কাচারী মাদ্রাসার মুহতমিম মাও: জালাল আহমদ, মুফতি নোমান সিরাজী, মুফতি জুনাইদ আহমেদ, মুফতি নূরুল ইসলাম, মাও: আব্দুস সালাম, মুফতি সাফায়াত উল্লাহ প্রমুখ।
এ সময় মুজাহিদ কমিটির অন্যান্য নেতা-কর্মীবৃন্দ ও এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: