নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


মোহনগঞ্জে ইয়াবা-হেরোইনসহ ২ মাদক কারবারি আটক করেছে সেনাবাহিনী

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌরশহরের বার্তারগাতী এলাকা থেকে তাদের আটক করা হয়।

নেত্রকোনা সেনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, মোহনগঞ্জ পৌরশহরের বার্তারগাতী এলাকার মো. রফিকুল ইসলাম (৪৫) ও মোঃ শাহিন (৪০)। 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদে রোববার সন্ধ্যায় মোহনগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তাহমিদুল আলম নোমানের নেতৃত্বে বার্তারগাতী এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী।

এসময় একটি বাড়িতে তল্লাশি করে ৭৫ পিস ইয়াবা, এক পুরিয়া হেরোইন, হেরোইন ওজন করার যন্ত্র পাওয়ার যায়। পরে এ ঘটনায় জড়িত ওই দুজনকে আটক করা হয়। এছাড়াও তাদের থেকে দুটি মোবাইলফোন ও একটি ট্যাবলয়েডফোন উদ্ধার করা হয়। 

মেজর নাজমুজ সাকিব জানান, উদ্ধারকৃত মাদকসহ আটকদের কে মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এলাকায় নিয়মিত টহল কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আটককৃতরা থানা হাজতে রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আগামীকাল নেত্রকোনা আদালতে পাঠানো হবে।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: