নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


নেত্রকোনায় ট্রাকে চাদাঁ আদায়ের অভিযোগে পৌর ছাত্র দলের আহবায়ক আটক

নিউজ ডেস্কঃ 

নেত্রকোনা জেলা শহরের বড়বাজার এলাকায় পণ্যববাহী ট্রাক থেকে চাঁদাবাজি ও  মালামাল লুট করার অভিযোগে পৌর ছাত্রদলের আহব্বায়ক রফিক খান মিক্লী (ঝুনু)সহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় দল থেকে ছাত্রদল নেতা ঝুনুকে বহিস্কার করা হয়েছে।
নেত্রকোনায় দায়িত্বরত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নেত্রকোনা বড় বাজারের ব্যবসায়ী মেসার্স দিলীপ সরকার রাজশাহী থেকে ট্রাক যোগে গুড় পরিবহন করে গতকাল (২২ অক্টোবর) মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় জেলা শহরের অজহর রোডে পৌছলে নিউটাউন এলাকা নিবাসী সামসুদ্দিন খান মিল্কীর পুত্র নেত্রকোনা পৌর ছাত্রদলের আহবায়ক জুনু খান মিল্কী (৩৫) ও বলাই নগুয়া এলাকার বিজয় তালুকদারের পুত্র সমীরন তালুকদার (৩০) ট্রাকের ড্রাইভার ও হেলপারের নিকট চাঁদা দাবী করে। চালক চাঁদা দিতে অস্বীকার করলে তারা তাদেরকে জিম্মি করে ট্রাকের মালামাল লুটপাট শুরু করে। খবর পেয়ে দিলীপ সরকার বিষয়টি সেনাবাহিনীকে জানালে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌছে দুই জনকে আটক করে এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক লুট করা ৯৩টি গুড়ের বক্স, ৪০টি গুড়ের টিন, ২ বস্তা রসুন,৩ বস্তা পেয়াঁজ উদ্ধার এবং তাদের ব্যবহৃত ২ টি মোটর সাইকেল জব্দ করে। লুট হওয়া মালামালসহ আটককৃতদের নেত্রকোনা মডেল থানায় সোর্পদ করা হয়েছে।নেত্রকোনা মডেল থানার অফিসার ইনর্চাজ শাহে নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন,সেনাবাহিনী আটককৃতদের মালামালসহ থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।

অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নেত্রকোনা জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরে পৌর ছাত্রদলের আহব্বায়ক রফিক খান মিল্কী ঝুনুকে সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হয়।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: