নেত্রকোনা রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬ হিঃ


নেত্রকোণার দুর্গাপুরে প্রবীণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা রক্ষায় মতবিনিময় সভা 

বিশেষ প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে প্রবীণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা রক্ষায় ইউনিয়ন পরিষদ ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে ক্লাব লিডারদের মতবিনিময় সভা হয়েছে।
বুধবার দুপুরে দুর্গাপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে এ মত বিনিময় সভা হয়। 
সভায় দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায়  প্রধান অতিথির বক্তব্যে রাখেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হৃদয়৷ বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হযরত আলী,রফিকুল ইসলাম,  নাজমা আক্তার,ছায়েদা আক্তার, রিতা নকরেক।
বক্তারা, উপজেলার প্রবীণ প্রতিবন্ধী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষে আলোচনা করেন।প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে আমাদের কাজ করতে হবে।  প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার জন্য আমন্ত্রিত অতিথিরা কারিতাসকে ধন্যবাদ জানান।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: