শেহাবিতে নতুন ভিসির যোগদান
নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (শেহাবি) নতুন ভিসি হিসেবে যোগদান করেছেন অধ্যাপক খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম।
আজ (২৩ অক্টোবর) নতুন কর্মস্থলে যোগদান করেছেন তিনি। এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে অধ্যাপক খন্দকার আশরাফুল মুনিম কে নিয়োগ প্রদান করে প্রজ্ঞাপন জারি করা হয়।
২০১৮ সালে নেত্রকোণা শহরের রাজুর বাজার এলাকায় বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর তৃতীয় উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম।
সরকার পতনের পর ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক গোলাম কবীর পদত্যাগ করার পর থেকে পদটি শূন্য ছিল।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে। এর প্রেক্ষিতে আজ মঙ্গলবার অধ্যাপক খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন । প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই উপাচার্যের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে।
প্রসঙ্গতঃ অধ্যাপক আশরাফুল মুনিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৯৪ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০২ সালে তিনি কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার অব আর্টস (এমএ) ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীকালে ২০১৩ সালে তিনি যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
অধ্যাপক খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম ১৯৯৬ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। ১৯৯৮ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক পদে নিযুক্ত হন। ২০০৩ সালে তিনি একই বিভাগে সহকারী অধ্যাপক, ২০০৬ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
সর্বশেষ তিনি ২০২৪ সালের ২3 অক্টোবর নেত্রকোণায় অবস্থিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে যোগদান করেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: