নেত্রকোনা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বহিস্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেত্রকোনা পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান বাপ্পিকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে নেত্রকোনা জেলা শহরের জেলখানা রোড এলাকার একটি অটোরিকশা গ্যারেজ থেকে মশিউর রহমান বাপ্পি, ছাত্রলীগ নেতা সিফাত আল সাদিসহ সাত যুবককে মাদক সেবন অবস্থায় আটক করে যৌথ বাহিনীর সদস্যরা।
নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্প সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে জেলা শহরের জেলখানা রোডের একটি অটোরিকশা গ্যারেজে নেত্রকোনা পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান বাপ্পি, ছাত্রলীগ নেতা সিফাত আল সাদি, মো. হিরা, অভিজিৎ সাহা মন্ডল, আবদুল সামি সৌরভ, মো. সিমুল খান, মো. রুবেল মাদক সেবন করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় মশিউর রহমান বাপ্পিসহ সাত যুবককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা এবং গাঁজা সেবনের সামগ্রী উদ্ধার করা হয়। পরে ওইদিন রাতেই তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। নেত্রকোনা সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ আশরাফুল কবির ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই যুবকদের প্রত্যেককে সাত দিনের কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।
নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী জানান, মশিউর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় নেত্রকোনা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: