নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


দুর্গাপুরে সিপিবি'র জনসভা অনুষ্ঠিত

ছবিঃ প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি

 ‘‘হটাও চাঁদাবাজী-লুটপাট, কায়েম কর সাম্যের বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে পৌর শহরের স্থানীয় শহীদ মিনারে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায়, সিপিবি দুর্গাপুর শাখার সভাপতি মীর আলকাছ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডাঃ দিবালোক সিংহ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিপিবি নেত্রকোনা জেলা কমিটির সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার, সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ৷ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপক সরকার, সদস্য শামছুল আলম খান,   ছাত্র ইউনিয়ন সভাপতি নূরে আলম খান, খেতমজুর সমিতির সভাপতি  আজিম উদ্দিন, আদিবাসী ইউনিয়ন নেত্রী পার্বতী রিছিল, উপজেলা নারী সেলের আহ্বায়ক তাসলিমা বেগম প্রমুখ 

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পরও দেশে আগের মতোই চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। এই দেশে শিক্ষক লাঞ্ছিত হউক আমরা আর দেখতে চাইনা। শিক্ষার্থীর রক্ত আমরা আর দেখতে চাইনা। ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের তালিকা তৈরি করে আহতদের সু-চিকিৎসা ও পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে।  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এখন দিশেহারা। দেশের বিদ্যুৎ পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি৷  দুর্গাপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ক্ষতিপূরণ দেওয়া, কৃষকদের কৃষি ভর্তুকি, ক্ষেতমজুরদের জন্য পল্লী রেশন, ডেউটুকোন ব্রিজ, সোমেশ্বরী নদীর ব্রিজ নির্মাণসহ আরো অনেক বিষয় সমাধানে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন বক্তারা। 

আলোচনা শেষে এক লাল ঝান্ডার মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।




আপনার মূল্যবান মতামত দিন: