নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


নেত্রকোনায় খালিয়াজুরীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাবরের মুক্তির জন্য মিলাদ মাহফিল

ছবিঃ প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরীতে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ব্যানারে কলেজ মাঠে রবিবার (২৭ অক্টোবর, ২০২৪ রবিবার)  দুপুর ১২টায় উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রাজীব হোসেন পলাশের সঞ্চালনায় ও আহ্বায়ক মো. এনামুল হক ছোটনের সভাপতিত্বে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

শুরুতেই খালিয়াজুরী উপজেলা যুবদলের ব্যানারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়। 

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. নাজমুল হক আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাউসার রহমান সেকুল, এরশাদুল আলম শাহীন, নাজমুল হাসান নয়ন, উজ্জ্বল গাজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাযহারুল ইসলাম পলিন, যুগ্ম-আহ্বায়ক ইয়াসির আহম্মদ, মেন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ মান্নান চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক খায়রুল ইসলাম, জাহাঙ্গীর আলম, কাউসার আহম্মেদ, শাহনুর ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সুমন মিয়া, যুগ্ম-আহ্বায়ক আবু ছালেকসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। 

আলোচনা শেষে উক্ত সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারামুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।




আপনার মূল্যবান মতামত দিন: