কেন্দুয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
নেত্রকোনা কেন্দুয়ায় এক অটোচালকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এঘটনাটি সোমরার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের বড় কালিনয়ান এলাকায় ঘটে। নিহত অটোচালক গোলাম রাব্বানী (৪৮) পাশ্ববর্তী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের গাবর কালিয়ান গ্রামের হায়েছ উদ্দিন ভূঁইয়ার ছেলে।
খবর পেয়ে ওইদিন রাত ১১টার দিকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ। পুলিশ ও নিহতের স্বজনদের সুত্রে জানা গেছে,নিহত গোলাম রাব্বানী (৪৮) খুবই দরিদ্র। ভিটেবাড়ি ছাড়া তার কোন কৃষি জমি নেই। দাম্পত্যজীবনে তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন। অটোরিকশার আয়েই চলতো তার সংসার। প্রায় দেড়বছর পূর্বে কেন্দুয়া বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা রেখে ধর্মীয় এক জলসায় মোনাজাতে অংশ নিয়ে ছিলেন। মোনাজাত শেষে দেখেন তাঁর অটোরিকশাটি চুরি হয়ে গেছে।
এঘটনার পর বেশকিছু দিন কষ্টে দিনযাপন করতে হয় নিহত ওই অটোচালকের পরিবারের সদস্যদের। প্রায় বছরখানেক পূর্বে আত্মীয়স্বজনের সহায়তায় ৩ সীটের একটি অটোরিকশা ক্রয় করে দেন। ঘটনার দিন গতকাল সোমবার রাত ৯টার দিকে রায় বাজার থেকে চারজন যাত্রী নিয়ে ফেনারগাতি মোড়ের উদ্দেশে রওনা দেন। ফেনারগাতি মোড়ের কাছাকাছি বড় কালিনয়ান এলাকার নির্জন স্থানে পৌঁছলেই যাত্রী বেশি দুর্বৃত্তরা নিহতের গলার গলার নিচে শ্বাস নালির বামপাশে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে মৃতদেহ রাস্তার পাশে ফেলে দিয়ে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।
পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধারসহ সুরতহাল করে আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের নেত্রকোনা মর্গে পাঠিয়েছে। এবিষয়ে জানতে চাইলে কেন্দুয়া থানার এসআই কামাল আহমেদ বলেন,দুবৃত্তরা নিহতের গলার নিচে শ্বাস নালির বামপাশে ছুরি দিয়ে আঘাত করায় অধিকতর রক্তকরণে তিনি মারা গেছেন। গলায় ছুরির আঘাত ছাড়াও তার হাতের একটি আঙ্গুলে মারাত্মক জখম রয়েছে।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্তসহ হত্যাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: