কেন্দুয়ায় ইজিবাইকের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু
নেত্রকোণার কেন্দুয়ায় অটোরিকশা চাপায় নুরুউদ্দিন ওরফে হিরা মিয়া (৬০) নামে এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে।
এঘটনাটি গতকাল বুধবার (৩০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রোয়াইলবাড়ি-বঙ্গবাজার সড়কের তাঁতীপাড়া ব্রীজের পাশের ঘটে। নিহত নুরুউদ্দিন ওরফে হিরা মিয়া রোয়াইলবাড়ি আমতলা ইউপির ফতেপুর (ইটারবাড়ি) গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে দাফনকাজের জন্য মৃতদেহ হস্তান্তর করেছে পুলিশ। সুত্র জানায়,
নুরুউদ্দিন ওরফে হিরা মিয়া দীর্ঘদিন ধরে মানুষিক রোগে ভুগছিলেন। গতকাল বুধবার আড়াইটার দিকে রোয়াইলবাড়ি-বঙ্গবাজার সড়কে গেলে দ্রুতগামী অটোরিকশা চাপা তাকে দিলে গুরুতর আহত হয়। প্রতিবেশি ও পরিবারের লোকজন তাকে উদ্ধার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকাল সাড়ে ৪টার দিকে মৃত্যু হয়। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ দাফনকাজের আবেদন জানালে পুলিশ পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করেন।
এব্যাপারে কেন্দুয়া থানার এসআই আলিমূল রাজি জানান,নিহত ব্যক্তিটি প্রায় ৩৫ বছর ধরে মানুষিক রোগে ভুগছিলেন। নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ দাফন কাজের আবেদন করায় পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
বিষয়: সড়ক দুর্ঘটনা কেন্দুয়া নিউজ মৃত্যু
আপনার মূল্যবান মতামত দিন: