নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


শোক সংবাদ

সাংবাদিক গোলাম মঈনউদ্দীনের মা আর নেই 

ছবিঃ প্রতীকি
ছবিঃ প্রতীকি

নেত্রকোণা জেলা শহরের সাতপাই (বিএডিসি) এলাকার বাসিন্দা, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক গোলাম মঈনউদ্দীনের মা মাহমুদা খানম (৮০) আর নেই।

জানা যায়, নেত্রকোণা জেলা শহরের সাতপাই (বিএডিসি) এলাকার বাসিন্দা ও নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের বাঘরুয়া গ্রামের মৃত কমর উদ্দীন আহমেদের স্ত্রী ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মঈনউদ্দীন মনির মা মাহমুদা খানম (৮০) বার্ধক্যজনিত এবং নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে ঢাকার হেলথ্ অ্যান্ড হোপ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩০ অক্টোবর) দিবাগত মধ্যরাত আনুমানিক দেড়টার সময়  মৃত্যুবরণ করেছেন।

পরে বৃহস্পতিবার (৩১অক্টোবর) জেলা শহরের সাতপাই রেলওয়ে স্টেশনের জামে মসজিদের সামনে প্রথম জানাযায় নামাজ আদায় শেষে নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের বাঘরুয়া গ্রামের বাড়ীতে বাদ যোহর দ্বিতীয় জানাযায় নামাজ আদায় শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। 

মাহমুদা খানম মৃত্যুকালে দুই মেয়ে ও দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




আপনার মূল্যবান মতামত দিন: