নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


দুর্গাপুরে রক্তদানে স্বপ্নময় মানব কল্যাণ সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে রক্তদানে স্বপ্নময় মানব কল্যাণ সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এই উপলক্ষে রবিবার বিকেলে উত্তর গোদারিয়া এফ আই ডি ডি বি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্যে রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা এনামুল মিয়া। সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ঝানজাইল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এয়াকুব আলী নওয়াব।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ঝানজাইল টেকনিক্যাল অ্যান্ড বি এম কলেজ এর অধ্যক্ষ হুমায়ূন খান, কৃষ্ণেশ্বর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, ফজলুল রহমান, শাজাহান মিয়া, আবুল কাশেম, মুশপিকুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা এ সংগঠনকে এগিয়ে নিতে যা যা করা দরকার সকল কিছু করা হবে বলে জানান। সংগঠনের সদস্য সংখ্যা বর্তমানে ৪৭ জন। গত ১ বছরে তারা ২৮ জনকে রক্ত দিয়েছে। এছাড়াও রমজান মাসে সংগঠনের পক্ষ থেকে অসহায় পরিবারদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে৷




আপনার মূল্যবান মতামত দিন: