নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের দাফন সম্পন্ন

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (৬৯) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

সোমবার সকালে তাঁকে শেষ বিদায় জানানো হয়। এর আগে রবিবার বিকেলে নিজ বাড়ীতে অসুস্থ্য জনিত কারনে মারা যান তিনি। মুক্তিযোদ্ধার বাড়ি দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের কেরণখলা গ্রামে।

এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান কে রাষ্ট্রীয় মর্যাদা সম্মান প্রদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ান কবীর ও দুর্গাপুর থানার ওসি মো. বাচ্চু মিয়া।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আব্দুল জব্বার মাল, মো. ওয়াহেদ আলী, মো. সিরাজুল হক, মো. আব্দুল খালেক সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগন, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ সহ স্থানীয় গন্যামান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।




আপনার মূল্যবান মতামত দিন: