মোহনগঞ্জ কলেজ ছাত্রদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোণা জেলার মোহনগঞ্জে ছাত্রদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে মোহনগঞ্জ কলেজ প্রাঙ্গণে মোহনগঞ্জে এ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাসান আল আরিফ, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব শিকদার, এস এম ফয়সাল।
নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সারোয়ার আলম এলিন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামসুল হুদা শামীম, সিনি: যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জিপু, এম এ সাইদ ইমরান, মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিব তালুকদার, সদস্য সচিব জাকির হোসেন বাবু, পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুল সাদী অপু, সদস্য সচিব কিরণ খাঁ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন কাকন, সদস্য সচিব মিজানুর রহমান মিজান প্রমুখ।
বিষয়: মোহনগঞ্জ ছাত্রদল মত বিনিময়
আপনার মূল্যবান মতামত দিন: