নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


নেত্রকোণায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্বও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোণায় জাতীয় ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের হল রুমে এ সভার আয়োজন করে সাংবাদিক কল্যাণ সংস্থা।

সাংবাদিক কল্যাণ সংস্থা নেত্রকোণার সভাপতি ও নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এআরএফবি চেয়ারম্যান জ্যেষ্ঠ সাংবাদিক দিলওয়ার খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা মেজর সৈয়দ আবু বকর সিদ্দিক পিএস সি (অব.)।

আরও বক্তব্য রাখেন সৈয়দ মাহবুবুল হক, মুজিবুর রহমান বাচ্চু, হাফিজুর রহমান, শামীম হোসাইন, প্রভাষক সুমন আহমেদ, কবীর হোসেন চান মিয়া, কবি তানভীর জাহান চৌধুরী, নেত্রকোণা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল শাহাদাত, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. মুখলেসুর রহমান খান, সাবেক সদস্য সচিব এম. ফখরুল হক, সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দ পাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল যা দেশের তাৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল। ১৯৭৫ সালে ১৫ আগস্ট পরবর্তী সেনা উভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি-জনতার মিলিত ঐক্যের বিপ্লবের ফলে দেশ ও জাতিকে অনাকাঙ্ক্ষিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: