নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


নেত্রকোণায় ধান গবেষণা ইনস্টিটিউটের শস্য কর্তন ও মাঠ দিবস উদযাপন

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, নেত্রকোণা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ব্রি ধান৮৭ চাষাবাদ উদ্বুদ্ধকরণে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জেলার ছোটগাড়া এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, নেত্রকোণা আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও সাইন্টিফিক অফিসার মোঃ খালিদ হাসান তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর এর মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মোঃ ইব্রাহিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোণার উপপরিচালক মোঃ নূরুজ্জামান। 

এছাড়াও অন্যান্যের মাঝে, সাইন্টিফিক অফিসার খালিদ হাসান সৌরভ, ব্রি নেত্রকোণার সকল কর্মকর্তা-কর্মচারী, জেলার কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষক-কৃষাণী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ ব্রি নেত্রকোণা'র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ৪০ জন কৃষক-কৃষাণী নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ডিজিটাল মাল্টিমিডিয়া ব্যবহার করে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন ব্রি নেত্রকোণা'র সাইন্টিফিক অফিসার ও প্রধান মোঃ খালিদ হাসান তারেক। 

ব্রি ধান৮৭ চাষাবাদ উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান জানান, স্থানীয় পর্যায়ে ধানের জাত ও প্রযুক্তি উন্নয়নের লক্ষ্যে ব্রি নেত্রকোণা স্থাপন করা হয়েছে। অবহেলিত অঞ্চলগুলোতে যেন সর্বোচ্চ ফলন পাওয়া যায় সে লক্ষ্যে আমাদের গবেষণা অব্যহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জেড/এস/নেত্রভয়েস



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: