জামায়াত সকল প্রকার নৈরাজ্য দূর করে একটি সুন্দর দেশ গঠন করতে চায়: দেলোয়ার হোসেন সাইফুল
নেত্রকোণা জেলার জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন সাইফুল বলেছেন, সকল প্রকার অন্যায়, অত্যাচার, জুলুম-নির্যাতন ও নৈরাজ্য দূর করে একটি সুন্দর দেশ গঠন করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদে’র হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী খালিয়াজুরী উপজেলা শাখার উদ্যোগে এক দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য এসব কথা বলেন তিনি।
উপজেলা জামায়াতে আমীর মাও: রুহুল আমিনে’র সভাপতিত্বে ও উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মাও: জিয়াউর রহমানে’র সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন নেত্রকোণা পৌরসভা জামায়াতে’র আমীর মাস্টার নিজামউদ্দিন, সাবেক খালিয়াজুরী উপজেলা’র আমীর মাও: ইসমাইল হোসেনসহ আরো অনেকেই।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী’র প্রতিটি ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
জেড/এস/নেত্রভয়েস
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: