শফিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে নেত্রকোণায় মৎস্যজীবী দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল নেত্রকোনা জেলা শাখার সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম দুলালের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বা'দ আসর ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল নেত্রকোনা জেলা শাখা এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
নেত্রকোনা জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেহান উদ্দিনের সভাপতিত্বে সদস্য সচিব ইদ্রিস আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও জিপি এডভোকেট মাহফুজুল হক।
মরহুম শফিকুল ইসলাম দুলালের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন মরহুমার স্ত্রী রানী আক্তার, কেন্দুয়া উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মিজানুর রহমান লিটন্ সদস্য সচিব মল্লিক আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোস্তাকিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
জেড/এস/নেত্রভয়েস
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: