নেত্রকোনায় জেলা ছাত্রদলের প্রতিবাদ মিছিল
বিগত ১৫ বছর যাবৎ সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনকারী ও ছাত্র রাজনীতিকে কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে নেত্রকোনায় প্রতিবাদ মিছিল করেছে জেলা ছাত্রদল।
নেত্রকোনার ছোট বাজারস্থ বিএনপির জেলা কার্যালয় থেকে নেত্রকোনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর নেতৃত্বে রবিবার বেলা ১২টায় মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
নেত্রকোনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন ও সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল,জেলা জাসাসের আহবায়ক সাদমান চৌধুরী পাপ্পু,সদস্য সচিব গজনবী চয়ন, জেলা ছাত্রদলের সহ সভাপতি তৌফিক খান মিল্কি,সাখাওয়াত হোসেন হাইয়ুল,সামছুল হুদা শামীম,যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান সাঈদ,মাজহারুল ইসলাম জীপু,সাঈদ ইমরান প্রমূখ।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তারা বলেন,বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত সকল মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবীতে এই প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
জেড/এস/নেত্রভয়েস
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: