নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


দুর্গাপুরে অর্ধগলিত অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার, পড়নে ছিল স্কুল ড্রেস 

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার দুর্গাপুরে কংস নদ থেকে আনুমানিক ৯ বছর বয়সী অজ্ঞাত এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীরে পড়নে ছিল খয়েরি রঙের শার্ট ও হাফপ্যান্ট (স্কুল ড্রেস)।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে দুর্গাপুর উপজেলার ঝানজাইলের খাপাড়া এলাকার কংস নদের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ঝানজাইলের খাপাড়া এলাকার আব্দুল হান্নান খানের বাড়ির দক্ষিণ দিকে অনুমান ৩০০ (তিনশত) গজ দূরে কংশ নদ এবং জারিয়া ব্রীজের থেকে অনুমান হাফ কিলোমিটার পূর্বদিকে অজ্ঞাত এক শিশু ছেলের মৃত দেহ অর্ধগলিত অবস্থায় দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ রিপোর্ট লিখা সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মরদেহ থানায় রয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ বাচ্চু মিয়া বলেন,ধারণা হচ্ছে যে মৃত মরদেহটি নদীর উজান হতে নদীর স্রোতে ভেসে আমাদের থানা এলাকায় চলে আসে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল প্রেরণ করা হবে। অজ্ঞাত ওই শিশুর পরিচয় সনাক্তের চেষ্টাও অব্যাহত আছে বলে জানান তিনি।

জেড/এস/নেত্রভয়েস



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: