দুর্গাপুরে জনদুর্ভোগ নিরসনে নিজ অর্থায়নে ব্রিজ নির্মাণ করে দিচ্ছেন ব্যারিস্টার কায়সার কামাল
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি ঘাটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল নিজ উদ্যোগে বিরিশিরি-গাঁওকান্দিয়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের তত্বাবধানে প্রায় ৫ লক্ষ টাকা খরচ করে ৩৩০ ফুট একটি বাঁশ-কাঠের সেতু নির্মাণ করার জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করেছে উপজেলা বিএনপির নেতা কর্মীবৃন্দ।
মঙ্গলবার সকালে চৈতাটি ঘাটে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়। দীর্ঘ দিন যাবৎ এলাকায় একটি সেতুর অভাবে দুই ইউনিয়নবাসীর অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার নাজেহাল অবস্থা বিরাজ করতো।
এমতাবস্থায় বিরিশিরি ইউনিয়ন বিএনপির অনুপ্রেরণায় এলাকার সর্বস্তরের মানুষ,রিক্সা,ভ্যান ও মোটরসাইকেল চলাচল উপযোগী একটি লম্বা বাঁশ-কাঠের ব্রিজ নির্মাণ করা এবং নির্ধারিত টোল মুক্ত ঘোষণা করা হয়েছে।
সাবেক ছাত্রদল নেতা এইচ আর হাবীব এঁর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্যে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান বলেন,দীর্ঘ এই ব্রিজটি বাঁশ-কাঠের সম্মিলিত শক্ত নির্মাণে নিরাপদ চলাচল উপযোগী ভাবেই নির্মিত হবে। প্রতিদিন প্রায় হাজারো জনগণের চলাচলের এই ব্রিজে অনায়াসে মোটরসাইকেল, ভ্যান সহ ছোট যানবাহন চলাচল করবে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল নিজ অর্থায়নে এই ব্রিজ নির্মাণ করে দিচ্ছেন। উনাকে আগামীতে আমরা এমপি হিসেবে দেখতে চাই। তিনি এমপি হলে মন্ত্রী হবেন বলেও আশা ব্যক্ত করেন।
উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম ভূঁইয়া বলেন,এখানে ব্রিজ নির্মাণ হওয়ায় এলাকাবাসীর যাতায়াতে অনেক সুবিধা হবে। এই ব্রিজের রক্ষণাবেক্ষণ বিএনপির নেতৃবৃন্দরাই করবে। ব্রিজ পারাপারে কোন প্রকার টোল নেওয়া হবে না।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট এম এ জিন্নাহ বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল তিনি নিজ খরচে এই ব্রিজ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেছেন। এতেই আমি খুশি। এখানে বাশ-কাঠের ব্রিজ নির্মাণ হলে এলাকার সবাই অনেক উপকার পাবে।
এসময় বিরিশিরি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আজিজুল হক ফকিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আওয়াল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বাশার বাদশা, উপজেলা যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রিপন, পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গণি,বিরিশিরি ইউনিয়ন যুবদলের আহবায়ক নুরুল আমিন নুরু সহ উপজেলা বিএনপি ও তাঁর অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
জেড/এস/নেত্রভয়েস
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: