নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


দুর্গাপুরে এক রাজমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবিঃ প্রতীকি
ছবিঃ প্রতীকি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় আমিনুল মিয়া (২৮) নামে এক রাজমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

তিনি উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফেচিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। 

বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে বলে জানায় থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া ৷ এরআগে মঙ্গলবার নিজ বাড়ি থেকে আমিনুলের মৃতদেহ উদ্ধার করা হয়। 

নিহত আমিনুলের স্বজন সেলিম মিয়া জানান, আমিনুল নেশা করতো। দুই বছর আগে তার প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এরপর আরেকটি বিয়ে করার তিনদিনের মাথায় দ্বিতীয় স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। 

 

তিনি আরও জানান, প্রতিদিনের মতো গত সোমবার রাতে ঘুমিয়ে পড়ে আমিনুল। পরের দিন মঙ্গলবার রাজমিস্ত্রীর কাজে যাওয়ার কথা ছিল। কিন্তু ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজন দরজায় ডাকাডাকি করলেও দরজা না খোলায় টিনের ফাঁক দিয়ে দেখতে পাওয়ায় আমিনুল ঝুলে আছে।

মৃতদের উদ্ধারের সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, বুধবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে৷

জেড/এস/নেত্রভয়েস



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: