মদনে কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
নেত্রকোণা মদন উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ১৩ নভেম্বর) দুপুরে উপজেলা মুক্ত মঞ্চে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা (মজলিশ) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ হান্নানের সঞ্চালনায়, জনাকীর্ণ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা মজলিস মঞ্চে উপবিষ্ট অতিথিদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে এই কর্মী সমাবেশের আনুষ্ঠানিক উদ্ধোধন ঘোষণা করেন।
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি সালাহ উদ্দিন খান মিল্কী, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সাধারণ সম্ পাদক এডভোকেট এম এ রফিক (বাবুল) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি মোঃ নুরুল আলম তালুকদার, পৌর বিএনপি সভাপতি, কামরুজ্জামান চন্দন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কাদির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাবেক আহবায়ক আব্দুল হেলিম ভুলু, সাবেক সদস্য সচিব বদরুজ্জামান শেখ মানিক, সাবেক উপজেলা যুবদলের সভাপতি সাইফ আহমেদ সেকুল, বিএনপি নেতা, আল- মনছুরুল আলম আরিফ,উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি, এস এইচ পিপুল, সাধারণ সম্পাদক, মোঃ শামীম হাসান প্রমূখ।
এ ছাড়া অনুষ্ঠানে কৃষক দলের ৮ টি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক কৃষক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, বিএনপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যে কোন পরিস্থিতিতে কৃষক দলের নেতাকর্মীরা জনগনের পাশে দাঁড়াবে, জনকল্যাণে কাজ করে যাবে।
জেড/এস/নেত্রভয়েস
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: