নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছে 'অধিকার এখানে, এখনই' প্রকল্পের কর্মীরা। 

এ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের যৌন প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনা তৈরির পাশাপাশি নানা বিষয়ে সচেতন করা হয়। এছাড়া সভায় প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরা হয়৷ 

মঙ্গলবার (১২ নভেম্বর)  বেলা ১২টার দিকে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্বাবলম্বী উন্নয়ন সমিতি নেত্রকোনা এর আয়োজন করে। 

স্বাবলম্বীর ব্যবস্থাপক কোহিনূর বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির।

এছাড়াও সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল বশার ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ জাহান,তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্মের সদস্য মাইশা আক্তার, শাহিদুল ইসলাম সাব্বির, শাপলা চৌধুরী, সেলিম মিয়া ও সাংবাদিক সাইফুল আরিফ জুয়েলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেড/এস/নেত্রভয়েস



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: