নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


দুর্গাপুরে জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের পৌর শাখা ও যুব জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে । সোমবার দুপুরে পৌর এলাকার মারকাযুল উলুম মাদ্রাসায় এ কর্মী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলন ও কাউন্সিলে জমিয়তে উলামায়ে ইসলাম দুর্গাপুর উপজেলা শাখার উপদেষ্টা আল্লামা আব্দুর রব এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুফতী সা'দ আহমাদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতী তাহের কাসেমী।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, সহ সভাপতি হাফেজ আবুল কাশেম, যুগ্ম সাধারন সম্পাদক মুফতী আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহল আমীন নগরী, জমিয়তে উলামায়ে ইসলাম দুর্গাপুর উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা এখলাছ উদ্দিন, শাইখুল হাদীস মাওলানা মুখতার উদ্দিন, শাইখুল হাদীস মাওলানা নুরুজ্জামান, জমিয়তে উলামায়ে ইসলাম দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুস্তাফিজুর রহমান নোমানী, সাধারন সম্পাদক মুফতী এনায়েতুল্লাহ খান, যুব জমিয়ত নেত্রকোনার জেলা শাখার সভাপতি মাওলানা মুফাজ্জল হোসাইন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইবরাহীম, জমিয়তে উলামায়ে ইসলাম দুর্গাপুর পৌরসভার আহ্বায়ক মুফতী তাজুল ইসলাম, সদস্য সচিব মাওলানা মঞ্জুরুল হক মিরাজী, যুব জমিয়ত দুর্গাপুর শাখার আহ্বায়ক মুফতী মাহমুদ হাসান, সদস্য সচিব মুফতী রেজাউল করিম, ছাত্র জমিয়ত দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি এইচ এম দেলোয়ার সরকার, সাধারণ সম্পাদক মুফতী সারোয়ার হোসাইন হাবিবী।

কর্মী সম্মেলন শেষে মাওলানা এখলাছুদ্দিন কে সভাপতি ও মুফতী তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জমিয়তে উলামায়ে ইসলাম দুর্গাপুর পৌর শাখা ও মাওলানা মোবারক হুসেন কে সভাপতি ও মুফতি রেজাউল করিম কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট যুব জমিয়ত দুর্গাপুর উপজেলা শাখার কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি।

জেড/এস/নেত্রভয়েস



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: