নেত্রকোনায় প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে ''অধিকার এখানেই, এখনই'' কর্মীদের মতবিনিময় সভা
নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে নেত্রকোনার বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র তত্ত্বাবধানে “অধিকার এখানে, এখনই (RHRN-2) প্রকল্পে”র আওতায় দক্ষতাবৃদ্ধির মাধ্যমে তরুণরা নিজেদের চাহিদা অনুযায়ী অধিকার আদায়, তরুণদের মাধ্যমে প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং জেন্ডার বিষয়ে গনজাগরণ তৈরি, তরুণদের মাধ্যমে প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং জেন্ডার ন্যাযতা প্রাপ্তির বিষয়ে সুশীল সমাজ একত্রিত ও শক্তিশালীকরণ প্রভৃতি বিষয় এ সভায় মাধ্যমে তোলে ধরেন আলোচকরা।
স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র ব্যবস্থাপক কোহিনূর বেগমের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক।
“অধিকার এখানে, এখনই (RHRN-2) প্রকল্পে”র বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন প্রোগ্রাম অফিসার মাসুম ইবনে জয়নাল ও ফেলো ঝর্ণা জাহান এবং তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্মের সহ-সমন্বয়কারী তাজিম রহমান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নেত্রকোণা সদর উপজেলায় কর্মরত সমবায় অফিসার আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মো. আব্দুর রহমান, পরিবার পরিকল্পনা অফিসার মো. শহীদুল ইসলাম খান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার স্নিগ্ধা চক্রবর্তী, মোক্তার হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলাম ও সহকারি শিক্ষক মো. সাখাওয়াত হোসেন, আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাশিদ ও সহকারি প্রধান শাহনাজ আক্তার, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মনিরা হোসেন, মো. খায়রুজ্জামান ও আশরাফ উদ্দিন, তারণ্যের কন্ঠস্বর প্ল্যাট ফর্মের সদস্য আজিুজুর রহামন সায়েম, তারণ্যের কন্ঠস্বর প্ল্যাট ফর্মের বিভিন্ন বয়সি সদস্যবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে।
জেড/এস/নেত্রভয়েস
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: