দুর্গাপুরে বিষপানে এক বৃদ্ধের মৃত্যু
নেত্রকোনার দুর্গাপুরে বিষপানে আব্দুল বারেক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বারমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল বারেক ওই গ্রামের মৃত জমির আলীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,আব্দুল বারেক দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলো। আজ মঙ্গলবার সকালে সে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে বমি করতে থাকে ও ও অস্বাভাবিক আচরণ করে।
এ সময় আশেপাশের লোকজন এসে বিষয়টি আচঁ করতে পেরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল বারেকের মৃত্যু হয়। এ রিপোর্ট লিখা রাত সাতটা পর্যন্ত মরদেহ থানায় রয়েছে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া জানান,মরদেহ থানা হেফাজতে রয়েছে। নিহত ব্যক্তির ছেলে ঢাকা থেকে আসছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: