নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


দুর্গাপুরে বিষপানে এক বৃদ্ধের মৃত্যু 

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার দুর্গাপুরে বিষপানে আব্দুল বারেক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

 মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বারমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল বারেক ওই গ্রামের মৃত জমির আলীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,আব্দুল বারেক দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলো। আজ মঙ্গলবার সকালে সে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে বমি করতে থাকে ও ও অস্বাভাবিক আচরণ করে।

এ সময় আশেপাশের লোকজন এসে বিষয়টি আচঁ করতে পেরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল বারেকের মৃত্যু হয়। এ রিপোর্ট লিখা রাত সাতটা পর্যন্ত মরদেহ থানায় রয়েছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া জানান,মরদেহ থানা হেফাজতে রয়েছে। নিহত ব্যক্তির ছেলে ঢাকা থেকে আসছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: