নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


দূর্গাপুর উপজেলা জামায়াতের আমীরের মায়ের ইন্তেকালে জেলা আমীরের শোক প্রকাশ

জানাযার একাংশ
জানাযার একাংশ

জহির মল্লিক:

নেত্রকোণার দুর্গাপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক-এর মা জনাবা আয়েশা খাতুন (৯২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  

গতকাল (১৯ নভেম্বর) রাত ৮:২০ টায় দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের বাকলজোড়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃতুকালে তিনি ৭ ছেলে এবং  ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক-এর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন নেত্রকোণা জেলা আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ। শোকবার্তায় তিনি বলেন, মরহুমা অত্যন্ত সহজ-সরল এবং দ্বীনদার মানুষ ছিলেন। উনার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। আমরা দোয়া করি- মহান আল্লাহ মরহুমার জীবনের ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করুন। উনার পরিবার-পরিজনকে উত্তম ধৈর্য ধারণ করার তাওফিক দিন। আমীন।

মরহুমার জানাযা  আজ (২০ নভেম্বর) সকাল ১০ টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমার চতুর্থ ছেলে দুর্গাপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক। 

জানাযায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নেত্রকোণা জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, কলমাকান্দা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাশেম সহ স্থানীয় জামায়াত শিবিরের নেতৃবৃন্দ।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: