নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


মাদক সেবনের দায়ে যুবককে ছয় মাসের কারাদন্ড

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে মাদক সেবনের সময় শাওনকে (২১) আটক করা হয়েছে। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুর পৌরশহরের সাধুপাড়া এলাকায় এ ঘটনা। দন্ডপ্রাপ্ত যুবক শাওন ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। 

আদালত সূত্রে জানা গেছে, দুর্গাপুর পৌরশহরের সাধুপাড়া এলাকায় মাদক সেবন করছিল শাওন।

গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা হয়। এ সময় টাপেন্টাডল সেবনকালে শাওনকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

দুর্গাপুর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর জানান, নেশা, জুয়া, মদ্যপান ও মদ আদান প্রদানের বিষয়ে কাউকেই ছাড় দেওয়া হবে না। শান্তি শৃঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যহত থাকবে।

জেড/এস/নেত্রভয়েস



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: