নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


আটপাড়ায় অগ্নিকান্ডে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোণার আটপাড়ায় অজ্ঞাতভাবে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২টি দোকান। ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা। 

রবিবার (২৪ নভেম্বর) ভোররাত আনুমানিক ২.৩০ টার দিকে উপজেলার তেলিগাতী ইউনিয়নের তেলিগাতী বাজারের খলিফাপট্টি এলাকায় এ ঘটনা ঘটেছে।

আটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান জানান,  আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।  আগুনে ২টি দোকান পুরোপুরি পুড়ে গেছে। খবর পেয়ে আটপাড়া ফায়ার সার্ভিসের ১টি টিম প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

উপজেলা নির্বাহী অফিসার এম.সাজ্জাদুল হাসান জানান, তেলিগাতী বাজারের অগ্নিকান্ডের বিষয়ে আমি অবগত আছি। উপজেলা প্রশাসন আগুনে পুড়ে যাওয়া দুই দোকানীকে সর্বোচ্চ সহযোগীতা করবে। 



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: