নেত্রকোণায় বিভিন্ন কলেজ ছাত্রদলের মত বিনিময় সভা ও বৃক্ষরোপণ
নেত্রকোণা জেলার কেন্দুয়া, তেলিগাতি এবং মদন কলেজ ছাত্রদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে কেন্দুয়া কলেজ, তেলিগাতি এবং মদন কলেজ প্রাঙ্গণে কলেজ ছাত্রদল এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাসান আল আরিফ, যুগ্ন সাধারণ সম্পাদক বিপ্লব শিকদার, এস এম ফয়সাল।
এছাড়াও এসব মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, সহ-সভাপতি শামসুল হুদা শামীম, সিনি: যুগ্ন সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান সাঈদ, যুগ্ন সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম জিপুসহ উল্লেখিত কলেজের আহ্বায়ক, সদস্য সচিব এবং উপজেলা এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক এবং সদস্য সচিবসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে নেতাকর্মীরা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন।
জেড/এস/নেত্রভয়েস
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: