বারহাট্টায় স্মরণ সভা অনুষ্ঠিত
নেত্রকোণার বারহাট্টা ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র জনতার গণ অভ্যূত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা।
উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও সিনিয়র মৎস্য অফিসার কামরুল হাসানের সঞ্চালনায় স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ শিহাব উদ্দিন, বারহাট্টা থানার এসআই মোজাম্মেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়দুল্লাহ খান, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল, বারহাট্টা সরকারি কলেজের প্রভাষক আমিনুল ইসলাম রেজভী, বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের আকন্দ টিটু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মশিউর রহমান শামীম, বারহাট্টা সি.কে.পি. পাইলট উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্র তাহমিদ, বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাবাসসুম, বারহাট্টা সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্র বিভাস, মোহাম্মদ জামাল মিয়া প্রমুখ। এছাড়াও নিহত নাজিমের মা ও রাসেলের মা, সুশীল সমাজের লোকজনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই- আগস্টে যারা শহিদ পরিবার ও আহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
স্মরণসভা শেষে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ অভ্যূত্থানে আহত ও শহিদদের স্মরণে দোয়া পরিচালনা করেন বারহাট্টা উপজেলা মসজিদের ঈমাম মোজ্জাক্কিরুল ইসলাম।
জেড/এস/নেত্রভয়েস
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: