জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ময়মনসিংহ মহানগর শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিউজ ডেস্ক:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে "জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ" কর্মসূচি পালন করা হয়েছে।
আজ (২৭ নভেম্বর) বিকাল ২:৩০ টায় মহানগর ছাত্রশিবির সভাপতি শরিফুল ইসলাম খালিদ ও সেক্রেটারী ফাউজান আব্দুর রহমান এর নেতৃত্বে মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর টাউনহল মোড় হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে আবার টাউনহল মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ছাত্রশিবিরের সহস্রাধিক নেতা কর্মী ও কিছু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্যে শিবির নেতৃবৃন্দ বর্তমান সরকারের নিকট জুলাই গণহত্যার সাথে জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি প্রদানে দাবি করেন। তারা বলেন, যারা গত জুলাই আগষ্টে মানুষ হত্যার নেশায় মেতে ছিল তাদের সবাইকে দ্রুত বিচারের মুখোমুখি করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তারা বলেন, বাংলাদেশে আর কোন শাসক যেন স্বৈরাচারের পথে হাটতে না পারে তার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি পালন করতে জোহরের নামাজের পর থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে শিবিরের তৃণমূল নেতা কর্মীরা মিছিল সহকারে টাউনহল মোড়ে জড়ো হতে থাকে। দীর্ঘ প্রায় দেড় যুগ পরে ছাত্রশিবিরের স্লোগানে প্রকস্পিত হয় ময়মনসিংহ শহর।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: