আটপাড়া কালবের সভাপতি লোকমান সম্পাদক মোশাররফ
নেত্রকোণার আটপাড়া উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব) এর সভাপতি মোহাম্মদ লোকমান হেকিম ও সাধারন সম্পাদক মুহাম্মদ মোশাররফ হোসেন নির্বাচিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) আটপাড়া ডিগ্রী কলেজে দুপুর ১২ টা হইতে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে টানা ভোট গ্রহণ শেষে তারা নির্বাচিত হন।
নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ লোকমান হেকিম তালুকদার ২৫ ভোটে বেশী পেয়ে নির্বাচিত হন। তার মোট ভোট ২৩৩। এছাড়াও সহ সভাপতি একদিল মিয়া ২৬২ ভোট পেয়ে নির্বাচনে জয়ী হন। তিনি ৩১ ভোট বেশি পেয়েছেন। সাধারন সম্পাদক মুহাম্মদ মোশাররফ হোসেন ২৬০ ভোট পান। তিনি ২৯ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।
অন্যদিকে মোহাম্মদ ওবায়দুল হাসান সর্বোচ্চ ৩২৪ ভোট, মোফাজ্জল ৩০৭ ভোট ও মোসাম্মত সেবা আক্তার শিল্পী ২৭২ ভোট পেয়ে কার্যকরী সদস্য নির্বাচিত হন।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার ভূমি নিলুফা ইয়াসমিন নিপা, সমবায় কর্মকর্তা মোঃ মমিন আলী মিয়া, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ শহিদুল্লাহ, আল মামুন, ব্যবস্থাপক সুশংকর দত্ত।
নির্বাচনকে ঘিরে প্রার্থী, ভোটার ও সমর্থকরা বেশী উদগ্রীব ছিলেন বলে মনে করছেন উপজেলার বিশিষ্টজনরা।
জেড/এস/নেত্রভয়েস
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: