বেতার ও টিভির মরমী কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
আজ পহেলা ডিসেম্বর ২০২৪, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত মরমী কণ্ঠশিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সকালে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার জুড়াইল গ্রামে মরহুমের কবর প্রাঙ্গণে সূরা ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া তার নিজ বাড়িতে কোরআন তিলাওয়াত এবং বাদ আছর মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন।
আব্দুল জব্বার ১৯৫৪ সালের ১ জানুয়ারি কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে গুরত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের অর্থ কমান্ডার, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের তিনবারের সহ-সভাপতি এবং কেন্দুয়া ঝংকার শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
জেড/এস/নেত্রভয়েস
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: