নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


কলমাকান্দার ফুটপাতে জমে উঠেছে শীতবস্ত্রের কেনাকাটা

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

শীত বাড়ার সঙ্গে সঙ্গে কলমাকান্দা উপজেলার বাজার সরগরম হয়ে উঠেছে। এখানকার ফুটপাতে এখন শীতবস্ত্র বেচাকেনায় ব্যস্ত সময় পার করছে ক্রেতা বিক্রেতারা।

প্রতি সপ্তাহে রবিবার ও বোধবার সকাল থেকে রাত পযন্ত বসে এই বাজারটি।

এ সময় ক্রেতা বিক্রেতাদের পদচারণায় জমজমাট হয়ে উঠে ফুটপাত এলাকা। আশে পাশে মার্কেটের দোকানগুলোতে বেচাকেনা কম থাকলেও ফুটপাতের বাজারে গরম কাপড়ের বিক্রি বেড়েছে আগের চেয়েও বেশি।

এই ফুটপাতে শীতের চাদর জ্যাকেট সোয়েটার কম্বল মোটা গেঞ্জি হুডি মাফলার কমফোর্টার হাতমোজা কান্টুপিসহ সব ধরনের শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

ফুটপাতের ক্রেতা ও দোকানি কবির হোসেন, মনু মিয়া বলেন, ক্রেতারা বাজারে এসে কাপড় কেনার চেয়ে নাড়াচাড়া করে বেশি। এমনিতেই ভেতরের দোকানগুলোর থেকে কম দামে কাপড় বিক্রি করি। তারপরও ক্রেতারা যে দাম বলে, আমাদের কিনা দামের চেয়ে কম। কিছু বলার থাকেনা তখন।

শীতের কাপড় কিনতে আসা ক্রেতারা বলেন, বড় বড় মার্কেটে কাপড়ের দাম অনেক বেশি। তার বিপরীতে এসব দোকানে নতুন কাপড়ের দাম ভালো। তাই বেড়াতে এসেও এখানকার দোকানে এসেছি কাপড় কিনতে।

জেড/এস/নেত্রভয়েস



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: