দুর্গাপুরে কুল্লাগড়া ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
দলকে গতিশীল করার লক্ষে নেত্রকোণার দুর্গাপুরে কুলাগড়া ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে রাশিমনি স্মৃতিসৌধ চত্বরে ইউনিয়ন যুবদলের আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় কুলাগড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব হৃদয় মন্ডল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাজহারুল হক রিপন। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো . ইউসুফ খান। এ সময় আরো বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নুরুল হক,পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রোওশন আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ জিন্নাহ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল করিম,কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহ আলম,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক শাহ জাহান, পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকার, সদস্য এইচ আর হাবিব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন শাওন, কুল্লাগড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবু,কুল্লাগড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন । এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি সুশৃঙ্খল দল। এ দলটি সর্বদা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে গণমানুষের জন্য কাজ করে। এখানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোন স্থান নেই। স্বৈরাচারী শাসন ব্যবস্থা পুরো দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। দলের অগ্রগতি, শান্তি, শৃঙ্খলা রক্ষা ও দলে অনুপ্রবেশ ঠেকাতে সবাই কে সজাগ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় জনকল্যাণমূলক কাজের ভিতর দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামীর সমৃদ্ধি ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা৷
জেড/এস/নেত্রভয়েস
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: