পূর্বধলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নেত্রকোণার পূর্বধলায় গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় উপজেলার ধলামূলাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজুয়ানুর রহমান রনিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বিকেলে উপজেলার জারিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের একটি শান্তিপূর্ণ মিছিল পূর্বধলার দিকে আসার পথে শালতি বাজারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন সংঘবদ্ধ হয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনায় রবিবার (১ ডিসেম্বর) দুপুরে বাসাটি খণ্ডপপুর এলাকার বাসিন্দা মো. সাদেক মিয়া বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলায় ১১জনের নাম উল্লেখ করে ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, রেজুয়ানুর রহমান রনিকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেড/এস/নেত্রভয়েস
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: