নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


কলমাকান্দায় যৌথ অভিযানে মাদকসহ আটক-২

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোণার কলমাকান্দায় সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ দুই যুবককে আটক করা হয়েছে। 

কলমাকান্দা ঠাকুরাকোনা সড়কে রোববার বিকেলে যৌথ অভিযানে বাহাদুরকান্দা সড়কে  লেঃ এ এম এন আকিব  এর নেতৃত্বে চেকপোস্ট স্থাপন করে চেক পোস্ট এবং তল্লাশি করা হয়।  তল্লাশি চলাকালীন সময় একটি মোটরসাইকেল তল্লাশি করে ০৮ বোতল বিদেশী মদ, দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ রফিক(২৮) একই ইউনিয়নের বটতলা গ্রামের  ইসমাইল হোসেনের ছেলে মুছা মিয়া (৩৫) ।

জব্দকৃত এবং আটকৃত আসামি মদ সহ থানায় হস্তান্তর করা হয়েছেl

জেড/এস/নেত্রভয়েস



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: