নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


দুর্গাপুরে বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান তালুকদারের দাফন সম্পন্ন

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান তালুকদার এর দাফন সম্পন্ন হয়েছে। 

সোমবার সকালে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের  মউ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  

গতকাল রোববার (১ডিসেম্বর) বিকেলে পৌর শহরের মুক্তারপাড়া এলাকার  নিজ বাড়িতে ইন্তেকাল করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে নাতী নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আনিসুর রহমান তালুকদারের ছেলে ডা. শিপলু তালুকদার বলেন, তার বাবা বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। রোববার বিকেলে তিনি নিজ বাসায় ইন্তেকাল করেন। আজ সকালে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান তালুকদার এর মৃত্যুতে দুর্গাপুর প্রেসক্লাব, সাংবাদিক সমিতি,বাজার ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন।

জেড/এস/নেত্রভয়েস




আপনার মূল্যবান মতামত দিন: