কলমাকান্দায় মাদকাসক্ত যুবককে ভ্রাম্যমাণ আদালতে ১২ মাসের কারাদণ্ড ও জরিমানা
নেত্রকোণার কলমাকান্দায় মাদক সেবন ও বহনের অপরাধে জুয়েল মিয়া (২১) নামে এক মাদকাসক্ত এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড একইসঙ্গে নগদ একশ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের চাঁনপুর নামক এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করলে জুয়েল মিয়াকে আটক করা হয়।
সূত্র জানায়, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম সদরের চাঁনপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে গ্রেপ্তার জুয়েল মিয়া অপরাধ স্বীকার করে নেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আদালত তাকে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এসময় নগদ একশ টাকা জরিমানা করা হয় তাকে।
পরে তাকে ওইদিন রাতেই নেত্রকোনা জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। সাজাপ্রাপ্ত জুয়েল মিয়া উপজেলার সদরের চাঁনপুর গ্রামের মৃত চাঁন মিয়া ছেলে।
জেড/এস/নেত্রভয়েস
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: