মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা
নেত্রকোণার মোহনগঞ্জে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম- মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এম এ কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল শাকুর সাদী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানবির আহমেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্নায়েণ, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. টিপু সুলতান, পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হক, মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম সারোয়ার খোকন, মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুর রহমান প্রমূখ।
এছাড়াও সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাশেষে যথাযত মর্যাদায় দিবসটি উদযাপনের লক্ষে পৃথক -পৃথক কমিটি গঠন করা হয়েছে। সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।
জেড/এস/নেত্রভয়েস
আপনার মূল্যবান মতামত দিন: