নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


২১ শে আগষ্টের মামলা হতে তারেক ও বাবরের খালাসের খবরে আটপাড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোণার আটপাড়ায় ২রা ডিসেম্বর সোমবার তথাকথিত ২১শে আগষ্টের মামলা হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর খালাস পাওয়ায় বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় প্রায় ১৭ বছর পর খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর জামান বাবর। গত রোববার দুপুরে তাঁর খালাসের খবরে  আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আহসান হাবীব ভূঁইয়া রুবেল, সাবেক ছাত্রনেতা মাঝহারুল তালুকদার এর নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান খান  উজ্জ্বল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসিন ইবনে জাবির।  যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক রুবেল তালুকদার, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, যুবদল নেতা আলম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শেখ রনি, স্বেচ্ছাসেবক দলের সদস্য ফয়সাল আহমেদ, ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমায়ুন কবীর মেহেদী, ছাত্রদলের সদস্য আশিক মাহমুদ (মুন্না), রিশাদ তালুকদার, কলেজ ছাত্রনেতা তিতাস সহ কয়েকশ নেতা-কর্মী মিছিলে অংশগ্রহণ করেন।

জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক আহসান হাবীব ভুঁইয়া (রুবেল) বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন ধরে স্বৈরাচার হাসিনা সরকার বাবর সাহেব-কে জেলে রেখেছিল।বর্তমান সরকার নিরপেক্ষ বিচার বিভাগ করায় আজ আমরা ন্যায়বিচার পেলাম। আমরা আটপাড়াবাসী আজ অনেক আনন্দিত।

জেড/এস/নেত্রভয়েস




আপনার মূল্যবান মতামত দিন: