নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


পূর্বধলায়  ৩৩ তম প্রতিবন্ধী দিবস পালিত

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

"অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ" এ প্রতিপাদ্যের আলোকে ৩ ডিসেম্বর নেত্রকোনার পূর্বধলায় ৩৩তম আন্তর্জাতিক এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার আব্দুল কুদ্দুছ অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠান হয়।

বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত র‍্যালি পরবর্তী আলোচনা সভায় সহকারী শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, আব্দুল কুদ্দুছ অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সাজিদুর রহমান, শিক্ষার্থীদের অবিভাবক রহিমা বেগম, রুমা আক্তার, রিনা আক্তার প্রমূখ। 

এ সময় বক্তরা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদেরই আপনজন ও প্রতিবেশী। বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতিনিয়তই পিছিয়ে পড়ছে বা বাদ পড়ছে। যার ফলে উন্নয়নের ধারাবাহিকতা অনেকটা ধীর হচ্ছে। এই বিশ্ব বিনির্মাণে প্রতিটি ব্যক্তির অবদান রয়েছে। সেক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অবদানও কম নয়। তাই এই উন্নয়নের যাত্রায় প্রতিবন্ধী ব্যক্তিরাও যথেষ্ট ভূমিকা রাখতে পারেন। আমরা যারা স্বাভাবিক রয়েছি প্রত্যেকের উচিত অঙ্গীকার করা যেন প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের অধিকার নিশ্চিত করি এবং সমান সুযোগের মাধ্যমে উন্নয়নের গতিশীলতা বৃদ্ধি করি।

জেড/এস/নেত্রভয়েস




আপনার মূল্যবান মতামত দিন: