বারহাট্টায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
নেত্রকোণার বারহাট্টায় “অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এ প্রতিপাদ্যের আলোকে ৩ ডিসেম্বর নেত্রকোনার বারহাট্টায় ৩৩তম আন্তর্জাতিক এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার রাণীগাও অটিজম একাডেমীর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়দুল্লা খান সাবেক বিআরডিবি চেয়ারম্যান শেখ ওয়ারেছ উদ্দিন, বিএনপি নেতা লালু, , রাণীগাও অটিজম একাডেমীর প্রধান শিক্ষক জুলফিকার আলী অপু, শিক্ষক পিন্টু, মামুনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
জেড/এস/নেত্রভয়েস
আপনার মূল্যবান মতামত দিন: