নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


বারহাট্টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোণার বারহাট্টায় মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন  উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। 

উপজেলা পরিষদ অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, বারহাট্টা থানার ওসি কামরুল হাসান, সিনিয়র মৎস্য অফিসার কামরুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়দুল্লাহ খান, সাবেক বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, সিংধা ইউনিয়নের চেয়ারম্যান নাসিম তালুকদার, বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের আকন্দ টিটু, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, অবসর প্রাপ্ত ডিএডি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন প্রমুখ। 

এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেড/এস/নেত্রভয়েস




আপনার মূল্যবান মতামত দিন: