নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


নেত্রকোণার বারহাট্টায় তৃনমুলের নারী নেত্রীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোণার বারহাট্টায় বেসরকারী নারী উন্নয়ন সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এর উদ্যোগে অ্যাডভান্সিং ইক্যুয়ালিটি অব উইমেন অ্যান্ড মার্জিনালাইজড পিপল (আওয়াম) প্রকল্পের আওতায় পরিবর্তনের এজেন্ট হিসাবে নেতৃত্বদানের দক্ষতা বিকাশে তৃনমুলের ২০ জন নারী নেত্রীকে নিয়ে আজ ০৪ ডিসেম্বর মহাজনপাড়াস্থ বিএনপিএস প্রশিক্ষণ কক্ষে দিনব্যপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

প্রশিক্ষণে নারী দলনেতাদের জন্য মুক্তিযুদ্ধের আকাঙ্খা ও  নারীর অবদান, নারীর প্রতি সহিংসতা, বৈষম্যের কারণ, ধরন ও দুরীকরণের উপায়, সমনাগরিকত্ব ও সাংবিধানধিক অধিকার,অ্যাডভোকেসি কি? এর প্রয়োজনীয়তা,ধরণ ও কৌশল, যৌন ও প্রজননস্বাস্থ্য অধিকার এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহের ধারনা প্রদান, সেবা আদায়ের ধাপ,কৌশল এবং চ্যালেঞ্জ সমূহ এবং দল পরিচালনার সাংগঠনিক দক্ষতা ও কলাকৌশল নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণটি পরিচালনায় প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন বিএনপিএস বারহাট্টা কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম ও তাকে সহযোগিতা করেন কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিক।

জেড/এস/নেত্রভয়েস




আপনার মূল্যবান মতামত দিন: