নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


মেয়াদ উর্ত্তীণ সিমেন্ট দিয়ে চলছে ভবন নির্মাণ

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার মদনে মেয়াদ উর্ত্তীণ সিমেন্ট দিয়ে ভবনের নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

স্থানীয়রা প্রতিবাদ করলেও নিয়ম নীতির কিছুই মানছেন না ঠিকাদারের লোকজন। নির্মাণ কাজে মেয়াদ উর্ত্তীণ সিমেন্ট পাওয়া গেলেও কোন রকম ব্যবস্থা নেননি এলজিইডি।
 
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মদন উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার মাঘান ইউনিয়নের হাজী চমক আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। কাজটি বাস্তবায়ন করছে নৌশী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। নির্মাণ কাজে বরাদ্দ দেওয়া হয়েছে ৯৯ লাখ ১৪ হাজার ৪৪৭ টাকা। ২০২৩ সালের ১২ ডিসেম্বর কাজ শুরু করে ৯ মাসের মধ্যে শেষ করার নিয়ম রয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের ২ মাস অতিবাহিত হলেও নির্মাণ কাজ শেষ করতে পারেনি ঠিকাদার।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজের শুরু থেকেই অনিয়ম করছে ঠিকাদার। নিম্ন মানের নির্মাণ সামগ্রী ও মেয়াদ উর্ত্তীণ সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে স্থানীয় লোকজন কর্তৃপক্ষকে বার বার জানানোর পরেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ঠিকাদার প্রভাবশালী হওয়ায় কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করেই কাজ করছেন বলে অভিযোগ রয়েছে।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সরজমিনে গেলে ভবন নির্মাণের মালামাল রাখার ঘরে মেয়াদ উত্তীর্ণ  ২৫-৩০ টি সিমেন্টের বস্তা এলোমেলো ভাবে রাখতে দেখা গেছে। এ সময় স্থানীয় বাসিন্দা আলী আহাদ, জজ মিয়াসহ অনেকেই জানান, ‘ভবনের ঢালাই কাজের দিন দেখতে পাই যে যেসব সিমেন্ট ব্যবহার করা হচ্ছে এর মেয়াদ নেই। সাথে সাথে বিষয়টি দায়িত্বরত লোকজনকে জানাই। কিন্তু ঠিকাদারের লোকজন মেয়াদ উর্ত্তীণ সিমেন্ট ব্যবহার করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ওই ভবন নির্মাণ কাজের দায়িত্বে থাকা মদন প্রকৌশল অফিসের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মজলু মিয়া জানান,‘ এখানে মেয়াদ উর্ত্তীণ ৭০ বস্তা সিমেন্ট ছিল। কিন্তু এগুলো ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। ৭০ বস্তার মধ্যে বাকী ৪০ বস্তা সিমেন্ট না থাকার বিষয়ে জনাতে চাইলে তিনি কোন সদুত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।’

মদন উপজেলা প্রকৌলী গোলাম কিবরিয়া পিয়াল জানান, ‘ ঠিকাদার মেয়াদ উত্তীর্ণ সিমেন্ট আনার সত্যতা স্বীকার করে তিনি জানান এসব সিমেন্ট ব্যবহার করতে দেওয়া হয়নি।’

নৌশী এন্টারপ্রাইজের প্রতিনিধি লিংকন মিয়ার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জেড/এস/নেত্রভয়েস




আপনার মূল্যবান মতামত দিন: